গণধর্ষণের মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দেশজুড়ে

জুন ৯, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৯ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার মো: মিলন (৩৪) উপজেলার নাজির নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে আসামি মিলন তার অপর সহযোগীদের সহায়তায় ভিকটিম মারুফাকে অপহরণ করে। এরপর ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম মিলনসহ অপর আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামি মিলনসহ আরো দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। পরে মিলন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সেনবাগ থানায় হস্তান্তর করে।