মিলন সরদার
গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় বাসের ১ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছে । ৯ জুন, শুক্রবার ভোররাত ৪টার সময় বাউশিয়ার পাখির মোড় এলাকায় একটি ঢাকাগামী মাইক্রোবাস অপর একটি অজ্ঞাতনামা গাড়ির পিছনে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহত ব্যক্তি নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা নিবাসী মোঃ এমদাদ হোসেন শান্ত (২৮), আহতরা হলেন মাইক্রোবাস চালক মোঃ আল-আমিন
যাত্রী মোঃ শাহিন ও মোঃ কাজল।
ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার রিফাত মল্লিক জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়ার পাখির মোড় বাসস্ট্যান্ডে একটি সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশন এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাব-অফিসার মোঃ আলী আজগর এবং দেব দুলাল ব্যানার্জীর নেতৃত্বে ১জন নিহত ও ৩ জন আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, মাইক্রোবাসের চালক পিছন দিক থেকে অপর এক অজ্ঞাতনামা গাড়িকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা তিন যাত্রী আহত ও একজন পুরুষ নিহত হয়। আহতদেরকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাইক্রোবাসটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।