কোয়ারেন্টাইনে মুস্তাফিজরা, বাতিল হতে পারে ম্যাচ

খেলা

এপ্রিল ১৯, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটেলসের অলরাউন্ডার মিচেল মার্শ। এছাড়া আইসোলেশনে আছেন দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। এদিকে সাবধানতার জন্য মুস্তাফিজুর রহমানসহ পুরো দলকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। আরও একবার পুরো দলের আরটিপিসিআর টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল পাঞ্জাব-দিল্লি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শঙ্কা জেগেছে সেই ম্যাচ বাতিলের।

গত বছর করোনার উর্ধ্বগতির মধ্যেই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের। করোনার সব ধরনের স্বাস্থ্য বলয় তৈরি করেও গত আসরকে করোনা মুক্ত রাখতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনার থাবায় মাঝপথেই থমকে গিয়েছিল আইপিএল আসর। যার ফলে হাজার কোটি রুপি আর্থিক খতির মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় আসরের বাকি অংশ।

সাম্প্রতিক সময়ে ভারতে করোনার খুব একটা প্রকোপ না থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে আইপিএল ২০২২ শুধুমাত্র মুম্বাই ও পুনেতে আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। করোনা সুরক্ষা বলয়ের খুব বেশি কঠোরতা না থাকলেও এবারের আসরেও ছিল স্বাস্থ্য সুরক্ষা বলয়। তবে এবারো করোনা মুক্ত রাখা গেল না আইপিএলকে।

করোনা পজিটিভ হয়েছেন মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের একজন ক্রিকেটার। সোমবার (১৮ এপ্রিল) দিল্লির ফিজিও প্যাট্রিক ফার্হার্ট কোভিড পজিটিভ হন। কোভিড ভীতি ছড়িয়ে যায় পুরো দিল্লি শিবিরে। এরপর র‌্যাপিড অ্যান্টিজেন টেষ্টে পজিটিভ হন আরও এক ক্রিকেটার।

যদিও প্রথমে তার নাম প্রকাশ করতে চায়নি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। পরে জানানো হয় পজেটিভ এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। তবে র‌্যাপিড টেস্টের ওপর ভরসা রাখতে পারছেন না দিল্লি ফ্রাঞ্চাইজি। তাই তো পুরো দলের আবারো আরটিপিসিআর টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, অবস্থা যে খুব একটা ভালো না তা বোঝা গেছে ক্রিকেটারের পজেটিভ আসার কিছুক্ষণ পরই। কারণ, সেই হোটেলের অন্তত তিন জন কর্মীর দেহেও পাওয়া গেছে কোভিড নাইন্টিন ভাইরাসের আনাগোনা। মিচেল মার্শের শারীরিক অবস্থাও খুব একটা যে স্বস্তিদায়ক তা কিন্তু নয়। ইতোমধ্যে দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে স্থানীয় হাসপাতালের সঙ্গে। প্রয়োজন হলে মিচেলকে স্থানান্তরিত করা হবে সেখানে।

এদিকে, সাবধানতায় আইসোলেশনে নেওয়া হয়েছে পুরো দলকে। বাতিল করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের পূর্বনির্ধারিত পুনে যাত্রা। সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার কথা দিল্লির। তবে করোনার এই প্রকোপে শঙ্কা আছে সেই ম্যাচ স্থগিতের। এমনকী পরিস্থিতি খারাপ হলে বাতিল হতে পারে সেই ম্যাচ।

পাঞ্জাব-দিল্লি ম্যাচ স্থগিত হলে বিসিসিআই পরবর্তীতে ম্যাচটি আয়োজনের সূচি ঠিক করবে। আর কর্তৃপক্ষ যদি পরবর্তীতে ম্যাচ আয়োজনে ব্যর্থ হন তাহলে নতুন নিয়ম অনুযায়ী দুই পয়েন্ট পেয়ে যাবে পাঞ্জাব কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *