এপ্রিল ১১, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
পোর্ট এলিজাবেথ টেস্ট শুরুর একদিন আগে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হন টাইগারদের আফ্রিকান কোচ। কোভিডের উপসর্গ থাকায় পিসিআর পরীক্ষা করানো হয় ডমিঙ্গোর; কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ আসে। রোববার জানা যায়, অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর নিশ্চিত করেছেন।
ডারবান থেকে বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পোর্ট এলিজাবেথে এসেছে ৫ এপ্রিল।
নিজ শহরে ডমিঙ্গো চলে আসেন আগের দিনই। আগে থেকেই কথা ছিল এই টেস্টের সময়টায় তিনি টিম হোটেলে না থেকে নিজ বাড়িতে থাকবেন। সেখানে টিম ম্যানেজমেন্ট সদস্যদের একবেলা ডিনারেরও দাওয়াত দিয়ে রেখেছিলেন তিনি।
কিন্তু বাড়িতে থেকেই হয়তো করোনা পজিটিভ হয়েছেন ডমিঙ্গো।