কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি রেঞ্জে টেকসই বন ও জীবিকা ( সুফল)প্রকল্পের ২য় দিনের কর্মশালা অনুষ্ঠিত

দেশজুড়ে

জুলাই ১০, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির,কক্সবাজার।। ১০ জুলাই, ২০২৪ ইংরেজি।।

কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি রেঞ্জ কার্যালয়ে টেকসই বন ও জীবিকা ( সুফল) প্রকল্পের অধিনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িতে মাইক্রোসাইট ভিত্তিক শাক-সবজি, ঔষধি ও বনজ বৃক্ষ রোপনে দক্ষতা উন্নয়ন শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা বাঁকখালি বন রেঞ্জ কার্যালয়ে ৯ জুলাই সকাল ৯ ঘটিকায় শুরু হয়। ১০ জুলাই কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন টেকসই বন ও জীবিকা ( সুফল) প্রকল্পের গ্রাম উন্নয়ন কমিটির উপকারভোগীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন বাঁকখালি রেঞ্জ অফিসার সরওয়ার জাহান। ১০ জুলাই দ্বিতীয় দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসাবে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক ডঃ প্রাণতোষ চন্দ্র রায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক আনিসুর রহমান ও উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান। আগামীকাল ১১ জুলাই ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।

সভাপতির বক্তব্যে বাঁকখালি রেঞ্জ অফিসার সরওয়ার জাহান বলেন, প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, বনজ সম্পদ রক্ষায় বনবিভাগের পাশাপাশি সুফল প্রকল্পের উপকারভেগীদের এগিয়ে আসতে হবে।আর্থসামাজিক উন্নয়নে সুফল প্রকল্পের মাধ্যমে লোন প্রথা চালু করে বিভিন্ন পেশায় কর্মসংস্হানের ব্যবস্হা নিয়েছে বন বিভাগ।লোনের অর্থ গুলো সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট থাকতে হবে।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে সহকারী বন সংরক্ষক ড প্রাণতোষ চন্দ্র রায় আরো বলেন,সুফল প্রকল্পের মাধ্যমে সমিতি থেকে যারা লোন নিয়েছেন সবাই কে নিয়ম মাফিক মাসিক কিস্তি পরিশোধ করতে হবে এর ব্যত্যয় ঘটলে ঋণ খেলাপী দের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।

সকাল ৯ ঘটিকায় বাকঁখালী রেজ্ঞ অফিস কার্যালয়ে ৩ দিনের কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষণার্থীূদের উদ্দেশ্যে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক আনিসুর রহমান বলেন, বাঁকখালি রেঞ্জ অফিসার সরওয়ার জাহান, বেলতলি এফসিভি আহবায়ক সাংবাদিক এস এম হুমায়ুন কবির, ঘিলাতলি বনবিট ও কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা ফরেস্টার আবদুস সাত্তার, বাঁকখালি সদর বিট কর্মকর্তা কুদ্দুসুর রহমান, প্রমুখ।

প্রায় শতাধিক উপকার ভোগী নারী পুরুষ উক্ত প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহণ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *