রামু গর্জনিয়া বাজারে সন্ত্রাসী জয়নাল আবেদিন টুক্কু’র টাকা ছিনতাই ও সন্ত্রাসী হামলার বিচার চেয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন

দেশজুড়ে

মার্চ ১৫, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

শাহাদাত হোসেন অন্তর 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)১৫ মার্চ, ২০২৪ ইংরেজি।

গর্জনিয়া বাজারে সন্ত্রাসী কায়দায় প্রবাসী কে ছিনতাই এর ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী আনোয়ার হোসেন।
নাইক্ষ্যংছড়ি অনলাইন প্রেস ক্লাব এর অস্হায়ী কার্যালয়ে ১৪ মার্চ সন্ধ্যায়  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্ত্রাসী হামলায় গূরুতর আহত যুবলীগ নেতা আনোয়ার হোসেন। এ সময় প্রবাসী আনোয়ার হোসেন এর বড় ভাই, দোছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, অনলাইন প্রেস ক্লাব এর আহবায়ক ইরফান মাহবুব রায়হান ও  সদস্য সচিব সরওয়ার জাহান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে যুবলীগ নেতা ও প্রবাসী আনোয়ার হোসেন বলেন, চলতি মার্চ মাসের ৭ তারিখ সন্ধ্যা  সাত টা ৩০ ঘটিকায়  গর্জনিয়া বাজারের মাদ্রাসা গেইটস্হ ইসলামিয়া স্টোরের মালিক ব্যবসায়ী কায়সারের নিকট থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করি। টাকা গ্রহণের বিষয়টি  স্হানীয় কচ্ছপিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নতুন তিতার পাড়া এলাকার রফিকের পুত্র  জয়নাল আবেদিন টুক্কু ও পূর্ব থেকে উৎপেতে প্রকাশ্যে হামলা চালান।উল্লেখিত সন্ত্রাসীরা দেখে ফেলায় টাকা ছিনতাই এর উদ্দেশ্যে প্রবাসী আনোয়ার হোসেন এর উপর লোহার রড়,চাপাতি ও অত্যাধুনিক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গূরুতর আহত করে নগদ একলক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
 সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে মুমূর্ষু আনোয়ার হোসেন বলেন, আমাকে অজ্ঞান অবস্থায় স্হানীয় লোকজন উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন।
বিস্তারিত ঘটনার ভিডিও সিসি ফুটেজ আহত আনোয়ার হোসেনের নিকট সংরক্ষিত আছে জানিয়ে সংবাদ সম্মেলনে প্রবাসী আনোয়ার হোসেন আরো জানান,“ সন্ত্রাসীদের উপর্যোপরী হুমকির মুখে চরম  নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রবাসী আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে আরো বলেন,তিনি দীর্ঘ দিন প্রবাসে জীবনযাপন করছেন।দেশে নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন। একজন রেমিট্যান্স যোদ্ধার উপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও ছিনতাই এর ঘটনায় আনোয়ার হোসেন রীতিমতো বাকরুদ্ধ। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক আইনগত কঠোর ব্যবস্হা গ্রহণের জন্যে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন হামলার শিকার আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *