ওয়ার্নকে স্মরণ করবে মুম্বাই ও রাজস্থান রয়্যালস ম্যাচে

খেলা

এপ্রিল ৩০, ২০২২ ১০:০০ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শনিবারের (৩০ এপ্রিল) ম্যাচে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের স্মরণে বিশেষ কিছু আয়োজন রাখছে রাজস্থান রয়্যালস। এসব আয়োজনের মাধ্যমে ওয়ার্নকে স্মরণ করবে আইপিএলের প্রথম আসরের শিরোপাজয়ী দলটি।

ওয়ার্নের নেতৃত্বে ২০০৮ সালে আইপিএলের প্রথম শিরোপা জিতেছিল রাজস্থান। এরপর আর কোনো শিরোপা ওঠেনি রাজস্থানের হাতে। সাবেক অধিনায়কের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজস্থান। আর তাই আইপিএলের মঞ্চেও গাওয়া হবে তার স্তুতি।

শুক্রবার রাজস্থান রয়্যালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালের আইপিএল জয়ী রাজস্থান রয়্যালস দলের সব সদস্যকে ওয়ার্নের স্মরণে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হয়েছে। ধারণকৃত সেসব বক্তব্য নিয়ে বানানো প্রামাণ্যচিত্র ম্যাচের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হবে।

গত ৪ মার্চ থাইল্যান্ডে অবস্থানকালে নিজের কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ওয়ার্নের চেতনা ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তবে সফল হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *