অনেক আগে থেকেই এমন ধারণা প্রচলিত আছে একজন মানুষের মতো দেখতে সারাবিশ্বে মোট সাতজন মানুষ আছে। যদিও এ ধারণার কোনো সত্যতা নেই। তবে এবার সন্ধান মিলেছে বলিউড স্টার আলিয়া ভাটের মতো দেখতে হুবহু এক তরুণীর। যা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া সেই তরুণীর সঙ্গে আলিয়ার এতই মিল যে অনেকেই তাকে রণবীরপত্নীর ফটোকপি হিসেবে আখ্যা দিচ্ছেন। একঝলকে দেখলে দুজনকে আলাদা করার উপায় নেই। যে কারণে ওই তরুণীর ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই তরুণীর নাম সেলেস্টি বৈরাগী। বাড়ি আসামে। তাদের দুজনের মুখ থেকে শুরু করে চুলের স্টাইল, মুখের ডিম্পল সব কিছুতেই হুবহু মিল।
প্রসঙ্গত, এর আগেও বলিউডের তারকাদের মতো দেখতে অনেকের সন্ধান মিলেছে। সেই তালিকায় আছেন- শাহরুখ, সালমান, ঐশ্বরিয়া, সাইফসহ অনেকেই। এবার যোগ হলেন আলিয়া।
সূত্র: রিপাবলিক ভারত