দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কি বললেন অনন্ত জলিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কি বললেন অনন্ত জলিল

বিনোদন

ডিসেম্বর ৫, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ

 

নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ে এবার এক সাক্ষাৎকারে কথা বললেন ঢাকাই সিনেমার আরেক নায়ক অনন্ত জলিল।

একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে চলেছে। এটা আসলে বৈশ্বিক বিষয় হয়ে পড়েছে। এর প্রধান কারণ হলো ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ ইউক্রেনে হচ্ছে না, হচ্ছে আমাদের বুকে। আমাদের বুক থেকে রক্ত ঝরছে।

তিনি আরও বলেন, ‘ডলারের দাম কত দেখেছেন? আমাদের দেশের জিনিসপত্রের দাম বাড়ার একমাত্র কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

অনন্ত বলেন, ‘শুধু যে বাংলাদেশে এমন তা কিন্তু নয়, গোটা বিশ্বে এখন খারাপ অবস্থা। আমেরিকার সাধারণ মানুষও একটা ডিম কিনতে ভয় পায়। সেখানেও খাবারের কষ্ট বেড়ে চলেছে।

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়ছে কারণ ডলারের দামতো বেড়েই চলেছে। আমরা যারা আমদানি রপ্তানির ব্যবসা করি, তাদের অবস্থাও খারাপ। কাঁচামাল আমদানি করতে গিয়ে বোঝা যাচ্ছে জিনিসপত্রের দামের কী ভয়াবহতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *