এক কোটি ভালোবাসা পেলেন পূর্ণিমা

এক কোটি ভালোবাসা পেলেন পূর্ণিমা

বিনোদন

ডিসেম্বর ৭, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

 

ঢাকাই সিনেমার এক সময়ের নিয়মিত তারকা চিত্রনায়িকা পূর্ণিমা। বর্তমানে সিনেমা না করলেও বিভিন্ন নাটক কিংবা অনুষ্ঠান হোস্ট করতে দেখা যায় তাকে। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এ নায়িকা।

সম্প্রতি পূর্ণিমার ফেসবুক পেজের ফলোয়ার এক কোটি ছাড়িয়েছে। পূর্ণিমার ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ১০ মিলিয়ন প্লাস ফলোয়ার।

নায়িকার মতে, এগুলো নেহাত ফলোয়ার নয়, ‘এক কোটি ভালোবাসা’।

শুধু বাংলাদেশ নয়, পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। পেজটি থেকে বিভিন্ন ছবি, রিলস এবং ভিডিওর মাধ্যমে অনুসারীরা তার আপডেট পায়। পূর্ণিমার পেজ থেকে নতুন ভিডিও-রিলস ছাড়লেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে।

অনুসারীদের ভালোবাসা প্রকাশ দেখে পূর্ণিমা অনেকসময় বিস্মিত ও ইমোশনাল হন। তিনি বলেন, আমার অনুসারীরা সবসময়ে পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।