এপ্রিল ১০, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বাংলাদেশ বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে তিনি জানান। শনিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি জেলা প্রশাসক আব্দুল লতিফ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম নবী, জেলা পাবলিক প্রোসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, কমিটির সদস্য গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, প্রেস ক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনার টিকা ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সারা দেশের হাসপাতালগুলোর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করা হবে। শিগগিরই হাসপাতালটিতে স্থাপনকৃত এমআরআই মেশিন ও হাসপাতালে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন করার কথা বলেন। এছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসনব্যবস্থা, শূন্যপদ দ্রুত পূরণ, হাসপাতালে বর্তমান ডায়রিয়ার ১০ বেডকে ৫০ শয্যাবিশিষ্ট পৃথক ডায়রিয়া ইউনিট খোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।