আগস্ট ২৩, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
মোঃ আব্দুল হান্নানঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বলা হয়েছে জীবে দান করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর। নাম- মোঃ মোরাদ মিয়া (৫২) পিতা মৃত মোঃ জিন্নত আলী, গ্রাম – আশুরাইল,উপজেলা-নাসিরনগর,জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া। সে প্রথমে দীর্ঘদিন হার্টের সমস্যা ভুগছিল। পরবর্তীতে মরণব্যাধি কান্সারে আক্রান্ত হয়ে প্রথমে নাসিরনগর আধুনিক হাসপাতালে ডাঃ পান্না বণিকের তত্বাবধানে চিকিৎসা নেয়। সেখানে কোন উন্নতি না হওয়ায় পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে মরণব্যাধী ক্যান্সার ধরা পড়লে,ডাক্তারা তাকে মহাখালী হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেয় । অসহায় ও দিন মুজুর মোরাদের যা সহায় সম্পত্তি ছিল চিকিৎসার তলে সব শেষ করে এখন অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। তাই নিরূপায় হয়ে দেশের দানবীর,দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের প্রার্থনা করা হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ মোরাদ মিয়া ০১৯৪০৪০৮৪৭৭ বিকাশ অথবা ০১৭১৭৩৫০৮৭৬ বিকাশ নাম্বারে।