ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নাকচ করলেন ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক স্লাইড

এপ্রিল ৩, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। রোববার (৩ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশেম সুরি অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন।

ডেপুটি স্পিকার কাশেম সুরি বলেন, অনাস্থা প্রস্তাবটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর সাথে সাংঘর্ষিক।

গত মাসে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির ২০ জন এমপি পদত্যাগ করলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় তার দল। যার ওপর ভিত্তি করে গত ২৮ মার্চ বিরোধীদলের নেতা শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। সেদিন স্বল্প সময়ের অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের অনুমোদন দেওয়া হয়। এরপর অধিবেশন ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। গত ৩১ মার্চ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের জন্য অধিবেশন শুরু হয়। কিন্তু বিরোধীদের হট্টগোলে কয়েক মিনিট পরই অধিবেশন ফের রোববার (৩ এপ্রিল) পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম সুরি।

সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *