রুশ আগ্রাসন মোকাবেলায় ইউরোপজুড়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ন্যাটো।
শুক্রবার ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুংগেসকো এ কথা জানান। খবর আনাদোলুর।
ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, এ মহড়ায় ইউরোপের ২০টি দেশের ১৮ হাজার সেনা সদস্য অংশগ্রহণ করবেন। পোল্যান্ডসহ ন্যাটোভুক্ত ইউরোপের ৮ দেশে অনুষ্ঠিত হবে এ মহড়া।
এর মধ্যে এস্তোনিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃৃত্বে ১৪টি দেশের ১৫ হাজার সেনা সদস্য সজারু নামে মহড়ায় অংশ নিচ্ছে।
এছাড়া, লিথুনিয়ায় জার্মানির নেতৃত্বে আয়রন ওল্ফ নামে মহড়ায় অংশ নেবেন ৩ হাজার সেনা সদস্য। এ মহড়ায় জার্মানির লেপার্ড-২ ট্যাংক ছাড়াও থাকছে সহস্রাধিক অত্যাধুনিক সামরিক যান।
ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুংগেসকো জানান, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর আগেই ন্যাটোর এ সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, ন্যাটোর শক্তিমত্তা প্রদর্শনের জন্যই এ বিশাল মহড়ার আয়োজন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত মহড়া শুরুর দিনক্ষণ প্রকাশ করা হয়নি।