ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রথম একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। সাবেক মার্কিন মেরিন সেনা উইলি জোসেফ গত সোমবার নিহত হয়। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় এই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেল।
জোসেফের নিকটাত্মীয়রা মার্কিন গণমাধ্যমগুলোকে বলেছেন, নিহত হওয়ার সময় সাবেক ওই মেরিন সেনা একজন মার্কিন সামরিক ঠিকাদারের হয়ে কাজ করছিলেন।
নিহত ওই মার্কিন সেনার মা রেবেকা ক্যাবরেরা বলেছেন, তার ছেলের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি তার সন্তানের লাশ আমেরিকায় ফিরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন। তার ছেলে গত ১২ মার্চ আমেরিকা থেকে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করে বলে জানান রেবেকা।
পোল্যান্ড থেকে ইউক্রেনে প্রবেশ করে জোসেফ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগ দেন এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন।
তবে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে তাদের কোনো নাগরিকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেনি। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তাদের কাছে এ ধরনের একটি খবর আছে তবে তা নিশ্চিত করা যাচ্ছে না। মার্কিন পররাষ্ট্র দফতর বিষয়টি খতিয়ে দেখছে।