ইঁদুরও সেলফি তোলে!

ইঁদুরও সেলফি তোলে!

চিত্র-বিচিত্র স্পেশাল

ফেব্রুয়ারি ২, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ

সেলফি তোলা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ট্রেন্ড। তবে মানুষের গণ্ডি পেরিয়ে এবার অগাস্টিন ও আর্থার নামের দুটি ইঁদুরের সেলফি তোলার অভ্যাসের কথা জানিয়েছেন প্রাণী দুটির মালিক ফরাসি শিল্পী অগাস্টিন লিগনিয়ার।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিনিয়ার তার ইঁদুর দুটিকে সেলফি তোলা শেখানো এবং প্রাণী দুটির কারিশমার কথা তুলে ধরেন।