মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজের পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে।
সোমবার তিনি আরো বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা যেসব অপরাধ করছে সেজন্য রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
জো বাইডেন এর আগে গত মাসে একাধিকবার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করেছেন। এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট সোমবারের বক্তব্যে আরো বলেন, আমি পুতিনকে যুদ্ধাপরাধী বলার কারণে ব্যাপক সমলোচনার সম্মুখিন হয়েছি; কিন্তু আমি আবারও বলতে চাই পুতিন একজন যুদ্ধাপরাধী।
গতমাসে বাইডেন এই অভিযোগ করার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বক্তব্য দিয়েছেন। পেসকভ বলেন, যে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছে সেই দেশের প্রেসিডেন্টের মুখে এ ধরনের বক্তব্য মানায় না।