এপ্রিল ২৪, ২০২২ ৮:৪৭ পূর্বাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টেলিভিশন রেটিং কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। গত বছরের চেয়ে এ বছরে ২৮ শতাংশ টেলিভিশন রেটিং কমেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট আসরের।
বিশ্বে এখন সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর আইপিএল। প্রতিবছর এ আসরকে আরও আকর্ষণীয় করতে নানা পদক্ষেপ কর্তৃপক্ষ। চলতি মৌসুমে নতুন দুটি দল নিয়ে শুরু হয় এবারের আসর। দল বাড়ায় বেড়েছে বিশ্বের নানা দেশের ক্রিকেটারের অংশগ্রহনও। কর্তৃপক্ষ আশা করেছিল এবারের আসর জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যাবে অন্যান্য আসরগুলোকে।
তবে সেই আশায় পূরণে বড় ধাক্কা খেয়েছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমের শুরু থেকেই আশঙ্কাজনক হারে কমছে আইপিএল এর টেলিভিশন রেটিং। গতবারের তুলনায় চলতি আসরের প্রথম সপ্তাহে গতবারের তুলনায় রেটিং কমে ৩৩শ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে কমেছে ২৮ শতাংশ। আইপিএল চলাকালীন স্টার স্পোর্টস ভারতের টেলিভিশন রেটিং এ এক নম্বর রেটিং এ থাকলেও এবার ভিন্ন চিত্র। চলতি আসরের প্রথম দুই সপ্তাহে ৩ নম্বরে নেমে গেছে স্টার স্পোর্টস। ১ নম্বরে স্থান দখলে নিয়েছে সান টিভি।
আর এতেই চিন্তার ভাজ পড়েছে আইপিএল কর্তৃপক্ষের কপালে। বিসিসিআই এর এক কর্মকর্তা জানিয়েছেন, টেলিভিশন রেটিং কমে যাওয়া আমাদের জন্য অশনি সংকেত। তবে আগামী সপ্তাহের দিকে এই রেটিং বাড়বে বলে আশা করেন তিনি।
আইপিএলের মতো এমন জনপ্রিয় আসরের টেলিভিশন রেটিং কমে যাওয়ায় চিন্তিত বিজ্ঞাপনদাতারাও। ইতোমধ্যে স্টার স্পোর্টস কতৃপক্ষের কাছে এ বিষয়ে নিজেদের অসন্তষ্টির কথা জানিয়েছেন তারা।
আগামী জুনে ২০২৩-২০২৭ মৌসুমের জন্য আইপিএল মিডিয়া রাইটসের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশগ্রহণকারী কোম্পানীগুলো এই রেটিং পয়েন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলতি আসরের বাকি সময়গুলোতে রেটিং পয়েন্ট না বাড়লে বড় ধরনের আর্থিক খতির মুখে পড়বে বিসিসিআই।