আইপিএল ছাড়লেন হেটমায়ার

খেলা

মে ১০, ২০২২ ৮:২৩ পূর্বাহ্ণ

রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে শিমরান হেটমায়ার। শেষের ওভারগুলোতে দলের হয়ে একের পর এক কার্যকর ইনিংস খেলছেন। সবশেষ ম্যাচেও তার ঝড়ো ব্যাটিংয়ে জিতেছে রাজস্থান। তবে এবার তাকে নিয়ে বড়সড় ধাক্কাই খেল ফ্র্যাঞ্চাইজিটি।

প্রথমবার বাবা হতে যাচ্ছেন ক্যারিবীয় ব্যাটার শিমরান হেটমায়ার। সেই টানেই আইপিএলের বায়ো-বাবল ছেড়ে গায়ানার পথে তারকা এ ক্রিকেটার।

আইপিএল ছাড়ার আগে সবশেষ গেল শনিবারও পাঞ্জাবের বিপক্ষে তার ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। চলতি আইপিএলে এখন পর্যন্ত করেছেন ২৯১ রান। গড় ৭২.২৫। স্ট্রাইকরেট ১৬৬.২৮। শেষের ওভারগুলোতে স্ট্রাইকরেট বেড়ে-২১৪.২৮।

ছন্দে থাকা ব্যাটসম্যানকে হারানোয় দল যে বড় ধাক্কা খেয়েছে সেটি বুঝতে পারছেন হেটমায়ারও। আর তাই যাওয়ার আগে বলে গেছেন, ‘বাচ্চারা পৃথিবীতে একবারই আসে। আমার এটি প্রথম সন্তান। বিশেষভাবে জরুরি বলেই যাচ্ছি, তবে আমার (ক্রিকেট) সরঞ্জাম এখানেই রেখে যাচ্ছি।’

এদিকে, রাজস্থান টুইট করেছে, ‘গায়ানায় ফিরছেন শিমরান হেটমেয়ার। তার প্রথম সন্তানের জন্ম হয়েছে। আবার ফিরবেন তিনি।’

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তিনে আছে রাজস্থান। তারা প্লে-অফে গেলে হেটমায়ারকে দেখা যেতে পারে আবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *