আইপিএলে ‘বোল্ড’ হয়েও নটআউট ওয়ার্নার! (ভিডিও)

খেলা

মে ১৩, ২০২২ ১:২০ অপরাহ্ণ

উইকেটে বল লাগার পরেও ব্যাটার আউট হয়নি। কারণ বেল পড়েনি বলের আঘাতে। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা কয়েকবার ঘটেছে।

ব্যাট করছিলেন দিল্লির অসি তারকা ডেভিড ওয়ার্নার।  বোলিংয়ে ছিলেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। চাহালের একটি ডেলিভারি ক্রিজ থেকে বেরিয়ে বড় শট মারতে যান ওয়ার্নার। কিন্তু বলের লুপ মিস করেন অসি ব্যাটার।বল টার্ন করে ওয়ার্নারের লেগস্টাম্পে লেগে বেরিয়ে যায়। আলো জ্বলে ওঠে। কিন্তু বেল পড়েনি। ফলে আম্পায়ার আউট দেননি।

অর্থাৎ চাহালের বলে বোল্ড হয়েও নটআউট থেকে গেলেন ওয়ার্নার। এক কথায় সৌভাগ্যক্রমে জীবন পান ওয়ার্নার।  শেষ পর্যন্ত অর্ধশতরান করেন তিনি।  তার দল জেতে ৮ উইকেটে।