স্টেগানের বীরত্বে রিয়াল-বার্সা ফাইনাল

স্টেগানের বীরত্বে রিয়াল-বার্সা ফাইনাল

খেলা

জানুয়ারি ১৩, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

স্প্যানিশ সুপার কাপে আগের দিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। তাতে টাইব্রেকারে পার পেয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তাদের জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক থিবো কর্তোয়া। দ্বিতীয় সেমিফাইনালেও দেখা গেল একই দৃশ্যপট।

রিয়াল বেতিসের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আরেক জায়ান্ট বার্সেলোনা। তাতে অতিরিক্ত সময় পর্যন্ত ২-২ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে বার্সেলোনাকে জয় এনে দেন তাদের গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান।

সৌদির কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাইব্রেকারে টের স্টেগেনের বীরত্বে ৪-২ গোলে জিতে ফাইনালে যায় বার্সেলোনা। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। তাতে বছরের শুরুতেই আরেকটি এল ক্লাসিকো দেখতে যাচ্ছে দর্শকরা।

ম্যাচের শুরুতেই প্রথম সুযোগ তৈরি করেন রাফিনিয়া। তবে তার চমৎকার ক্রসে পা ছোঁয়াতে পারেননি কোনো সতীর্থ। দশম মিনিটে ডান দিক থেকে রাফিনিয়ার কাট ব্যাক ছেড়ে দেন গাভি, ডি বক্সে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভানদোভস্কি।

বার্সেলোনার আক্রমণের বিপরীতে ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যেতে পারতো বেতিস। জুলস কুন্দের দুর্বল ব্যাক পাস ডি বক্সের কাছাকাছি জায়গায় পেয়ে যান নাবিল ফেকির। ফাঁকা জালে ফেকির শট নেওয়ার আগেই বার্সার ত্রাতা হয়ে যান রোনাল্ড আরাউহো।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৪০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁদিক থেকে রবের্তোর উঁচু করা বাড়ানো দল নিয়ন্ত্রণে নিয়ে আইতর রুইবালকে কাটিয়ে এগিয়ে যান দেম্বলে। প্রথমবার মিস করলেও ফিরতি শটে জাল খুঁজে নেন পোল্যান্ড অধিনায়ক।

দ্বিতীয়ার্ধেও কয়েকটি সুযোগ মিস করে বার্সেলোনা। এই ফাঁকে দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে সমতা ফেরায় বেতিস। লুইস হেনরিকের কাছ থেকে বল পেয়ে টের স্টেগেনকে পরাস্ত করে জাল খুঁজে নেন ফেকির।

এরপর সুযোগ মিসের মহড়ায় আর কোনো গোল পায়নি দুই দলের কেউ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতে ৯৩তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন আনসু ফাতি।

বার্সেলোনা যখন জয়ের স্বপ্নে বিভোর। ঠিক তখনি ১০১তম মিনিটে সমতা ফেরায় বেতিস। হেনরিকের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ব্যাক হিলে দর্শনীয় গোল করেন লরেন মোরন।

বাকি সময়ে এই সুবিধা নিতে পারেনি বার্সেলোনা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দারুণ বীরত্ব দেখিয়ে নায়ক টের স্টেগেন। তার দৃঢ়তায় রোববার মাঠে গড়াবে ‘এল ক্লাসিকো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *