‘ব্যাটিং হতাশাজনক ছিল, আরও ভালো করা যেত’

‘ব্যাটিং হতাশাজনক ছিল, আরও ভালো করা যেত’

খেলা

সেপ্টেম্বর ২১, ২০২৪ ৯:০০ পূর্বাহ্ণ

পাকিস্তান সফরে দারুণ পারফরম্যান্সের পর ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ভারতের করা ৩৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ।

মাত্র ৯২ রানে প্রথম সারির ৭ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালে ৩ উইকেটে ৮১ রান করেছে ভারত। তাদের লিড ৩০৮ রান।

দ্বিতীয় দিনের এমন হতাশাজনক ব্যাটিংয়ে নিয়ে জাতীয় দলের তারকা পেস বোলার তাসকিন আহমেদ বলেছেন, ব্যাটিং খানিকটা হতাশাজনক ছিল। উইকেটে পেসারদের জন্য সুবিধা ছিল। সেখানে আমরা অনেকটা ভালো করেছি। হ্যাঁ, সবকিছু মিলিয়ে ব্যাটিং বেশ হতাশাজনক ছিল। এর চেয়ে আমরা আরও ভালো করতে পারতাম।

অভিজ্ঞ এই পেস বোলার আরও বলেন, অবশ্যই এটা আসলে ব্যাটাররা এবং ব্যাটিং কোচ- সবাই কনসার্ন হওয়ারই কথা। হয়তো এটা নিয়ে হয়তো কাজও করতেছে। সবারই স্ট্রং জোন, উইকনেস থাকে। ইন্টারন্যাশন্যাল লেভেলে আসলে সবারই ইম্প্রুভমেন্টের কোনো শেষ থাকে না। যার যেটা উইকনেস আছে- সেটা ঠিক না করলে সারভাইভ না করলে টিকে থাকা ডিফিকাল্ট।

তাসকিন আরও বলেন, গতকাল আমরা অনেক ভালো শুরু করেছিলাম। শেষদিকে জাদেজা আর অশ্বিন ভালো ব্যাট করেছে। তাদের বিপক্ষে আমরা ভালো বল করত পারি নাই। পাশাপাশি তারা ভালো ব্যাটিং করেছে। আজকে সকালে ভালো একটা সেশন ছিল আমাদের জন্য। তাদেরকে ৩৭ রানে আটকে দিছি, চারটা উইকেট নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা ভালো বল করেছি।

তিনি বলেন, কিন্তু সবকিছু মিলিয়ে ভালো ছিল না কারণ ব্যাটিং গতকালের চেয়ে বেশি সুবিধা ছিল আজ। আমরা সত্যিই ভালো বোলিং করেছি। দল হিসেবে আমরা সবাই হতাশ ব্যাটিং নিয়ে। উইকেটে সুবিধা ছিল, অবশ্যই আমাদের আরও ভালো করা উচিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *