ব্যাংকার থেকে সফল ইউটিউবার, বছরে আয় ১১ কোটি টাকা

ব্যাংকার থেকে সফল ইউটিউবার, বছরে আয় ১১ কোটি টাকা

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

জুলাই ১৪, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ

প্রযুক্তি প্রসারের ফলে আয়ের একাধিক পথ তৈরি হওয়ায় মানুষ এখন এর ৯-৫টা অফিস করতে চায় না। এছাড়া অফিসে কাজের অতিরিক্ত প্রেসার এবং বসের নানাবিধ প্রত্যাশা অনেকের কাছে পছন্দ না হওয়ায় স্বাধীন পেশা খুঁজে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা।

তাদেরই একজন হলেন নিশা শাহ। লন্ডনে একটি ব্যাংকে উচ্চ বেতনে চাকরি করতেন এই তরুণী। কিন্তু ব্যাংকের চাকরি ছেড়ে বছর খানেক আগে ঝুঁকিপূর্ণ একটি ক্যারিয়ার বেছে নিয়েছেন তিনি। বর্তমানে নিশা শাহ পুরোদস্তুর ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। গত এক বছরে তিনি ইউটিউব থেকে ৮ কোটি রুপি আয় করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি টাকা।

২০২২ সালে নিশা শাহ লন্ডনে ক্রেডিট এগ্রিকোলে সহকারী পরিচালক হিসেবে বিনিয়োগ ব্যাংকার হিসেবে যোগদান করেন। বছরে তার বেতন ছিল ২ লাখ ৪৬ হাজার ডলার, বা তিন কোটি টাকা। কিন্তু এতেও তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি এর থেকেও আরো ভালো ক্যারিয়ারের খোঁজ করতে থাকেন।

নিশা শাহ বলেন, ব্যাংকের চাকরিটা আমার ভালো লাগতো না। আমি এমন কিছু চেয়েছিলাম, যেখানে মানুষের জন্য কিছু করার সুযোগ থাকবে। অথচ ব্যাংকে থাকলে তা কখনো করার সুযোগ নেই। তাই চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করেছিলাম।

ইউটিউবে নিশার সাফল্য তাংক্ষণিক হয়নি। তার ফলোয়ার সংখ্যা (সাবস্ক্রাইব) এক হাজার পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১১ মাস। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে একটি টার্নিং পয়েন্ট আসে তার জন্য। তিনি নিজের সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন। আর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। দ্রুত এক হাজার থেকে ফলোয়ার সংখ্যা ৫০ হাজারে পৌঁছায়। আর ওই এক ভিডিও থেকে আয় হয় প্রায় ৪ লাখ টাকা। এভাবেই বাড়তে থাকে আয়ের পরিধি।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *