পানির ওপর ৩৩ কিমি. বাইক চালিয়ে বিশ্বরেকর্ড!

পানির ওপর ৩৩ কিমি. বাইক চালিয়ে বিশ্বরেকর্ড!

চিত্র-বিচিত্র স্পেশাল

অক্টোবর ৫, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ

জর্জিয়ার মোটরসাইক্লিস্ট জর্জি গাখেলাদজে। কৃষ্ণসাগরের তীরঘেঁষা কোবুলেটি থেকে পোটি শহরে পানির ওপর দিয়ে ৩৩ কিলোমিটার বাইক চালিয়েছেন তিনি। তাতে রীতিমতো বিশ্বরেকর্ডও গড়েছেন ওই যুবক।

১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিশেষ ধরনের একটি মোটরসাইকেলে চড়ে ঢেউ ঠেলে এগিয়ে যাচ্ছেন গাখেলাদজে। পরে তীরে পৌঁছতে উৎসুক দর্শকরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। সফলভাবে প্রশিক্ষণ শেষে বিশ্বরেকর্ড করতে সমুদ্রে নামেন গাখেলাদেজ।

মাত্র ৩৩ মিনিটে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভেঙে দেন আগের সব রেকর্ড। ২০২১ সালে রবি ম্যাডিসন ওয়াটার স্কি মোটরসাইকেলে করে বসফরাস প্রণালিতে ৩১ দশমিক ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *