ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

দেশজুড়ে

আগস্ট ৮, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

মোক্তার হোসেন, ডুমুরিয়া (খুলনা)।।

খুলনার ডুমুরিয়ায় আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত ঘরসমূহের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন ডুমুরিয়া উপজেলা প্রশাসন।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ১২০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হচ্ছে,প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের তৃতীয় ধাপে সরকারি খাস জমিতে এসব গৃহনির্মাণের কাজ শেষ হয়েছে, মঙ্গলবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে।আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি,বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন,আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সারথী হিসেবে কাজ করে যাচ্ছি।বিগত আশ্রয়ণ প্রকল্পে মোট ১ হাজার ৫ টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।এছাড়াও আরও ১২০ টি পরিবারকে গৃহ প্রদান করা হবে বলে জানা যায়।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন তুহিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,আগামী ৯ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *