টমেটো চাষে লোকসান ২৫ লাখ, অফিসের ৫০ ল্যাপটপ চুরি যুবকের!

টমেটো চাষে লোকসান ২৫ লাখ, অফিসের ৫০ ল্যাপটপ চুরি যুবকের!

চিত্র-বিচিত্র স্পেশাল

সেপ্টেম্বর ২০, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ

টমেটো চাষ করে বিপুল লোকসান হয়েছে তাই কর্মরত সংস্থা থেকে ৫০টি ল্যাপটপ চুরি করে বিক্রি করে দিয়েছেন এক যুবক। প্রায় ২২ লাখ টাকার ল্যাপটপ চুরির অভিযোগে ভারতের বেঙ্গালুরুতে ২৯ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে পুলিশ।

মুরুগেশ এম নামের ওই যুবক টমেটো চাষ ও একটি কম্পিউটার সংস্থার ব্যবসা খুলে ২৫ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েন। সেই টাকা ফেরত পাওয়ার জন্য তিনি ল্যাপটপগুলো হোসুরের একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ মেরামতির দোকানে বিক্রি করেছিলেন।

আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা যায়, ওই যুবক তামিলনাড়ুর হোসুর থেকে বিসিএ স্নাতক ডিগ্রি লাভ করেন। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে একটি মাল্টিমিডিয়া সংস্থায় ‘সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর’ হিসেবে কাজ করেছেন। সংস্থার মজুত ল্যাপটপ থেকে ধীরে ধীরে তিনি সেগুলো নিয়ে বাইরে বিক্রি করে দিতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

২২ আগস্ট মুরুগেশ কাজে যোগদান বন্ধ করার পরে সংস্থায় হারিয়ে যাওয়া ল্যাপটপগুলোর সম্পর্কে খোঁজখবর করা শুরু করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার পর, কর্মকর্তারা তার জড়িত থাকার বিষয়টি শনাক্ত করেন। পুলিশে অভিযোগ করে তারা। এরপর পুলিশ অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে। হোসুরের একটি প্রেক্ষাগৃহ থেকে মুরুগেশকে আটক করে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়। তবে মাত্র পাঁচটি ল্যাপটপ উদ্ধার করা গিয়েছে মুরুগেশের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *