জানুয়ারি ৭, ২০২৪ ২:২১ অপরাহ্ণ
জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের মূল ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবি, আতঙ্ক ছড়াতে কেউ পটকা ফুটিয়েছে।ৎ
তবে ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, আজ সকাল সোয়া নয়টার দিকে ভোটকেন্দ্রের মূল ফটকে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যথারীতি ভোট গ্রহণ চলছে।
প্রত্যক্ষদর্শী জয়পুরহাট শহরের নতুন এলাকার বাসিন্দা দেওয়ান মোস্তাকুল ইসলাম বলেন, ‘কেন্দ্রে ভোটাররা আসছিলেন। আমরা ফটকের একপাশে দাঁড়িয়েছিলাম। কে বা কারা ভোটকেন্দ্রের মূল ফটক লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারেন। এ সময় ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।’
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, কেউ আতঙ্ক ছড়াতে ভোটকেন্দ্রের মূল ফটকে পটকা ফুটিয়েছেন। এ ঘটনা কারা ঘটাল, তা খুঁজে দেখা হচ্ছে। তবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।