ঢাকা-৬ আসনে এক কেন্দ্রে নেই ভোটারের সারি, নির্বিঘ্নে ভোট

ঢাকা-৬ আসনে এক কেন্দ্রে নেই ভোটারের সারি, নির্বিঘ্নে ভোট

জাতীয়

জানুয়ারি ৭, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

ঢাকা-৬ আসনের নবদ্বীপ বসাক লেনের ৭০ বছর বয়সী পিরোজ শেখ আজ রোববার সকালেই এসেছিলেন ভোট দিতে। তাঁর কেন্দ্র ছিল রাজধানীর পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে। কোনো সারিতে দাঁড়ানো ছাড়াই তিনি ভোট দিয়েছেন।

নিজের ভোট দেওয়া শেষে পিরোজ শেখ প্রথম আলোকে বলেন, ‘সব সময় সকালেই ভোট দেওয়ার চেষ্টা করি। পরিবারে অন্য সদস্যরাও কাজ শেষে এসে ভোট দিয়ে যাবে। কোথাও কোনো সমস্যায় পড়তে হয়নি।’

মো. ইয়াকুব নামের নন্দনাল দত্ত লেনের আরেকজন ভোটার এসেছিলেন সকালেই ভোট দিতে। তিনিও বিগত বছরগুলোয় সকালেই ভোট দিয়েছেন বলে জানালেন।

 

সরেজমিনে কেন্দ্রটি ঘুরে দেখা যায়, কলেজ ক্যাম্পাসের ভেতর দুটি ভোটকেন্দ্র পড়েছে। মোট ৭টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। তবে ভোটকেন্দ্রের ভেতরে ভোটারের কোনো সারি দেখা যায়নি। কিছুক্ষণ পরপর যে ভোটাররা আসছিলেন, তাঁরা সারিতে দাঁড়ানো ছাড়াই সরাসরি ভোটকক্ষে গিয়ে ভোট দিয়ে আসছিলেন।

কেন্দ্রটির ৭ নম্বর নারী ভোটকক্ষে দেখা যায়, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মাত্র দুটি ভোট পড়েছে। কেন্দ্রের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের চেয়ারে বসে থাকতে দেখা যায়।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জায়েদী হাসান প্রথম আলোকে বলেন, সকালে ভোটারের উপস্থিতি বেশি ছিল। প্রথমেই ভোট দেওয়ায় একটি আকাঙ্ক্ষা থেকে এই ভোটাররা এসেছিলেন।

জায়েদী হাসান আরও বলেন, ‘দুটি কেন্দ্রে ২ হাজার ৯৮৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৪৮১ জন। তবে এখন পর্যন্ত কত ভোট পড়েছে তা আমরা হিসাব করিনি। প্রথম দুই ঘণ্টা পার হওয়ার পর আমরা যোগ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *