গুগল ম্যাপে আসছে গ্রুপ নেভিগেশন, কী কী সুবিধা

গুগল ম্যাপে আসছে গ্রুপ নেভিগেশন, কী কী সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

জুলাই ১৫, ২০২৪ ৭:০১ পূর্বাহ্ণ

নেভিগেশন বা জায়গা খুঁজে বের করার ক্ষেত্রে গুগল ম্যাপ বেশ প্রচলিত। বর্তমানে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত নেভিগেশন অ্যাপগুলোর মধ্যে এটি একটি। এবার অ্যাপটিতে ‘গ্রুপ নেভিগেশন’ নামে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে কোম্পানিটি। খবর টেক টাইমস।

পেটেন্ট অ্যাপ্লিকেশন সূত্রে জানা যায়, নতুন ফিচারের মাধ্যমে একজন চালক বা ভ্রমণকারী অ্যাপে তার গন্তব্য সম্পর্কে জানাবেন এবং অন্যদের ইনভাইট করবেন। এরপর যারা একই জায়গায়  যাচ্ছেন, তারা সবাই ওই গ্রুপে জয়েন করবেন। তবে এ পরিষেবা পেতে সবাইকে গুগল ব্যবহারকারী হতে হবে বলে জানিয়েছে কোম্পানিটি। গ্রুপের প্রত্যেক সদস্য যেন তার গন্তব্যে পৌঁছাতে কার্যকরী ও সহজ রাস্তা নির্বাচন করতে পারে তা নিশ্চিত করবে গুগল ম্যাপ।

এ ছাড়া ফিচারটিতে এস্টিমেটেড টাইম অব অ্যারাইভাল (ইটিএ) নামে একটি সুবিধা থাকবে। গ্রুপের মধ্যে যে ব্যক্তি গন্তব্যে সবার আগে পৌঁছাবেন, তিনি জানতে পারবেন অন্যরা কোথায় আছেন এবং কখন আসবেন। তিনি গ্রুপের সদস্যদের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে পারবেন। সেই সঙ্গে যেই ব্যক্তি সামনে থাকবেন তিনি অন্যদের পার্কিং সম্পর্কিত তথ্য দিতে পারবেন। এখানে ভয়েজ চ্যাট অপশন থাকছে বলে জানিয়েছে গুগল।

এ ছাড়া ফিচারটি ট্রাফিক জ্যাম, ব্লক করা রাস্তা, দুর্ঘটনা সম্পর্কে জানাবে এবং বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেবে। টেক জায়ান্ট গুগল বলছে, পুরো দলটি সময়মতো গন্তব্যে পৌঁছেছে কিনা তা নিশ্চিত করবে এ ফিচার। তবে কবে থেকে ফিচারটি গুগল ম্যাপে আসবে তা এখনো জানায়নি কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *