আইটেম গানে বলিউড অভিনেত্রীদের কার কত আয়

আইটেম গানে বলিউড অভিনেত্রীদের কার কত আয়

বিনোদন স্পেশাল

আগস্ট ২৬, ২০২৪ ৯:০০ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ, সানি লিওন থেকে সামান্থা রুথ প্রভু— হিন্দি ছবির ‘আইটেম গানে কে কত আয় করেন তা আমরা অনেকেই জানি না।

‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ ছবির আইটেম গানে অভিনয় করে ছয় কোটি টাকা উপার্জন করেছিলেন প্রিয়াংকা চোপড়া।

২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘দম মারো দম’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিষেক বচ্চন, বিপাশা বসু ও রোহন সিপ্পিকে। এই ছবির একটি ‘আইটেম গান’-এ অভিনয় করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের অধিকাংশের দাবি, ওই একটি নাচের দৃশ্যে অভিনয় করার জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘রইস’ ছবিতে ‘লায়লা ম্যায় লায়লা’ গানে নাচতে দেখা গিয়েছিল সানি লিওনকে। বলিপাড়া সূত্রে খবর, এই ‘আইটেম সং’-এ অভিনয় করে তিন কোটি টাকা আয় করেছিলেন সানি।

২০২৩ সালে মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘ওয়াল্টেয়ার ভিরায়া’। এতে নাচের দৃশ্যে অভিনয় করে দুই কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ঊর্বশী রাউতেলা।
২০১২ সালে হৃতিক রোশন ও সঞ্জয় দত্ত অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবির ‘চিকনি চামেলি’ গানে নেচে দুই কোটি টাকা আয় করেছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

এদিকে ‘পুষ্পা’ ছবিতে ‘ও অন্তাভা’ গানের দৃশ্যে অভিনয় করে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু।
বলিউডের অধিকাংশেরই দাবি, ‘আইটেম সং’-এ অভিনয় করতে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
বলিউডের ‘আইটেম সং’য়ের মধ্যে অন্যতম ‘মুন্নি বদনাম হুয়ি’। এই নাচের দৃশ্যে অভিনয় করতে দুই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মালাইকা অরোরা।

একাধিক হিন্দি ছবিতে ‘আইটেম সং’য়ে অভিনয় করতে দেখা গেছে নোরা ফাতেহিকে। বলিপাড়া সূত্রে খবর, একেকটি নাচের দৃশ্যে অভিনয় করতে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন নোরা।

অক্ষয় কুমারের ‘গব্বর ইজ় ব্যাক’ ছবিতে একটি ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা গিয়েছিল চিত্রাঙ্গদা সিংহকে। এতে নাচের দৃশ্যে অভিনয় করে ৬০ লাখ টাকা আয় করেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার ছবি ‘স্ত্রী ২’। এই ছবিতে ‘আইটেম সং’ ছাড়াও কয়েক মিনিটের দৃশ্যে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। বলিপাড়া সূত্রে খবর, ‘আইটেম সং’-এর জন্য গানপ্রতি তামান্নার পারিশ্রমিক ৫০ লাখ টাকা।

বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘আইটেম সং’-এ অভিনয় করতে এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নেন কারিনা কাপুর খান।

‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবিতে একটি ‘আইটেম সং’-এ দেখা গিয়েছিল বলি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। শোনা যায়, এই নাচের দৃশ্যে অভিনয় করে ৪০ লাখ টাকা উপার্জন করেছিলেন তিনি।

একাধিক হিন্দি ছবিতে ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা যেত মল্লিকা শেরওয়াতকে। বলিপাড়া সূত্রের খবর, ‘আইটেম সং’-এ অভিনয় করতে কয়েক লাখ টাকা আয় করতেন মল্লিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *