সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালন

দেশজুড়ে

জুন ৫, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা।।

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। র‌্যালিতে শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম, বারসিক, স্বদেশ, সুন্দরবন ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, বন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সরকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সেঞ্চুরি একাডেমির পরিচালক এজাজ আহমেদ স্বপন, স্বদেশ সাতক্ষীরার পরিচালক মাধব দত্ত প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *