জাতির পিতা ও ১৫ আগস্টের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া

জাতীয়

আগস্ট ২৮, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

রাজধানীর রমনা থানার ১৯ নং ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের অন্যান্য সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এসময় ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আব্দুস সালামের আত্মর মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি কামরুজ্জমান কাজলের আহ্বানে ডাক্তার গলিস্থ তার নিজ বাড়িতে শনিবার রাত সাড়ে ৯টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

এসময় মুন্সি কামরুজ্জমান কাজল বলেন, জাতির পিতা ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় আমরা আজকের এ দোয়া আয়োজন করেছি। জাতির পিতা ও শহীদ পরিবারকে স্মরণ ও মাগফেরাত কামনায় আমরা প্রতি বছর এ আয়োজন করে থাকি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন তিনি যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার তাওফিক দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ হায়াত দেন এবং দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখার সুযোগ করে দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য সৈয়দ আইনুল হক, সাপ্তাহিক শীর্ষ খবরের সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান (শ্বাশত মনির), ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আলী, ফরিদ মণ্ডল, সাংবাদিক শরিফ ভূঁইয়া, এ আর রাজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য মো. আরমান হোসেন ও রেজাউল করীম প্রমুখ।

স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ১৯ ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আব্দুস সালামের ভাই মহসিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শহীদ মাতাব্বর, মো হানিফ, আওয়ামী লীগ নেতা এছহাক, রমনা থানা যুবলীগের আহ্বায়ক মালেক, ওয়ার্ড যুরলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মো. আনোয়ার হোসেন, আবুল হোসেন কালাম, সানোয়ার হোসেন, মিজানুর রহমান, রাজ্জাক হোসেন, আলী হোসেন, আশিকুর রহমান রাসেল উপস্থিত ছিলেন।

এছাড়াও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সেক্রেটারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *