ঝিনাইগাতীতে সংখ্যালঘু পরিবারের সদস্যের উপর সন্ত্রাসী হামলা

দেশজুড়ে

জানুয়ারি ৯, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ণ

মুরাদ শাহ জাবাল স্টাফ রিপোর্টার: (শেরপুর)

ঝিনাইগাতী শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন পরবতী সহিংসতায় কৃষ্ণ চন্দ্র বর্মন নামে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালিবাড়ি গ্রামে।

জানা গেছে, কৃষ্ণচন্দ্র বর্মন ও তার পরিবারের সদস্যরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে ভোট দেয়ায় নৌকার কর্মিরা তার উপর হামলা করে। কৃষ্ণচন্দ্র বর্মনকে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কৃষ্ণচন্দ্র বর্মন জানান সোমবার দুপুরে দোকানে চা পান করতে আসলে নৌকার সমর্থকরা তার উপর আক্রমণ চালায়। এ সময় কৃষ্ণচন্দ্র বর্মন গুরুতরভাবে আহত হন। বর্তমানে কৃষ্ণচন্দ্র বর্মন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *