ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি নির্বাচনে সভাপতি নজরুল, নির্বাহী সভাপতি সামাদ, সম্পাদক রাজ্জাক

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি নির্বাচনে সভাপতি নজরুল, নির্বাহী সভাপতি সামাদ, সম্পাদক রাজ্জাক

দেশজুড়ে স্পেশাল

জুলাই ২, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির নির্বাহী পরিষদের তিন বছর মেয়াদী নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী সভাপতি পদে সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সমিতির নির্বাচন কমিশন। অধ্যাপক তাসলিমা বেগম কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্য ছিলেন মো.আমজাদ হোসেন ও আলী ইমাম ফুয়াদ।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফলে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য (২০২৫,২০২৬,২০২৭) সমিতির দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক তাসলিমা বেগম, সদস্য মোঃ আমজাদ হোসেন, ও সদস্য আলী ইমাম ফুয়াদ সাক্ষরিত ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে অন্যদের মাঝে রয়েছেন- মেরিটাইম সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলম, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান রতন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল্লাহ হারুন, অধ্যাপক একেএম সাইফুল মজিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসিফ আব্দুর রউফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *