৫২ বছরের বঞ্চনা ঝিনাইগাতীর, স্বতন্ত্র প্রার্থী নাইমকে নিয়ে এবার ঐক্যের সুর

৫২ বছরের বঞ্চনা ঝিনাইগাতীর, স্বতন্ত্র প্রার্থী নাইমকে নিয়ে এবার ঐক্যের সুর

রাজনীতি

ডিসেম্বর ৩, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)।।

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে স্বাধীনতার ৫২ বছরেও ঝিনাইগাতীর মাটি থেকে বড় রাজনৈতিক দলগুলো কোন এমপি প্রার্থী মনোনয়ন দেয়নি। ফলে দেশ স্বাধীনের ৫২ বছরেও ঝিনাইগাতী উপজেলার মাটি থেকে কোন এমপি নির্বাচিত হয়নি। এ যাবত যতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে শ্রীবরদী উপজেলা থেকে। এতে ঝিনাইগাতী উপজেলা কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এমপির স্বাদ পায়নি ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের ২ লাখ মানুষ।

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের চতুর্থবারের মতো সভাপতি শিল্পপতি দানবীর জননেতা এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বিগত ২০ বছর যাবত দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। এ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও আপামর জনগণ নাইমকে নিয়েই আশায় বুক বাধে। তাকে নিয়েই ভবিষ্যৎ স্বপ্ন বুনেন উপজেলাবাসী।

এদিকে নাইম এবারেও দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলার ২ লাখ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষের মাঝে বইতে শুরু করেছে ঐক্যের সুর।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে ভোট দিয়ে এমপি বানাতে চায় উপজেলাবাসী। এমনটাই শোনা যাচ্ছে গ্রাম-গঞ্জের হাট-বাজারে ও পাড়া-মহল্লায়। মানুষের মাঝে স্বতঃস্ফূর্তভাবে আলোচনা উঠতে শুরু করেছে, ৫২ বছর শ্রীবরদী উপজেলার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। তবে এবার থেকে এলাকার মাটিতেই ভোট দেবো। ভালো হোক আর মন্দ হোক- এলাকার প্রার্থীকেই নির্বাচিত করবো। এমন আলোচনা শোনা যাচ্ছে সাধারণ ভোটারদের মুখ থেকে।

পল্টিবাজ নেতাদের কথায় কান দিচ্ছেন না সাধারণ ভোটাররাও। এ দাবিতে ভোটাররা এবার একাট্টা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন। তন্মধ্যে ৬ জনের বাড়ি শ্রীবরদী উপজেলায়। এসব প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। এ উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম এমএ বারীর পুত্র হেভিওয়েট প্রার্থী মহসিনুল বারী রুমি, হেভিওয়েট প্রার্থী এইচ এম ইকবাল, মিজানুর রহমান রাজা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল হক, ইঞ্জিনিয়ার ইকবাল আহসান। এদের সকলের বাড়ি শ্রীবরদী উপজেলায়। এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার। এ উপজেলায় প্রার্থীর সংখ্যা ৬ জন।

অপরদিকে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার। এ উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি আঞ্চলিকতার ইস্যু সৃষ্টি করে ভোটের মাঠে যাচ্ছেন। ৫২ বছর ধরে এমপির স্বাদ বঞ্চিত অবহেলিত ঝিনাইগাতী উপজেলার মানুষ নাইমকে নিয়েই ভরসা রাখতে শুরু করেছেন। ঝিনাইগাতী উপজেলার ভোটারদের মাঝে আলোচনা শোনা যাচ্ছে ৫২ বছর শ্রীবরদীর মাটিতে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছি। কিন্ত ঝিনাইগাতী উপজেলায় হয়নি কাঙ্খিত উন্নয়ন। নানা দিক থেকে তারা হয়েছে বৈষম্যের শিকার। আর তাই তারা এবার স্বতন্ত্র প্রার্থী বেছে নিয়ে নিজ এলাকার মাটিতেই ভোট দিতে চায়। এমপি নির্বাচিত করতে চায় নিজ মাটি থেকেই।

নাইম বলেন, দীর্ঘ ২৫ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। ৫ বার তিনি দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *