পুষ্পধারা প্রপার্টিজ লি. এর এমডি সৈয়দ আলীনূর ইসলামের জন্মবার্ষিকী পালিত

পুষ্পধারা প্রপার্টিজ লি. এর এমডি সৈয়দ আলীনূর ইসলামের জন্মবার্ষিকী পালিত

ইত্যাদি স্পেশাল

জুন ২৬, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

এস এইচ শাকিল।।

২৬ জুন, বুধবার ছিল পুষ্পধারা প্রপার্টিজ লি. এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলীনূর ইসলামের জন্মদিন। এই উপলক্ষে রাজধানীর মালিবাগে পুষ্পধারার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ডিরেক্টরগণ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আজ পুষ্পধারা প্রপার্টিজ লি. এর যে সুনাম তা মূলত হয়েছে আলীনূর ভাইয়ের আন্তরিকতার জন্যই। আমি এই জন্মদিনে তার জন্য দোয়া প্রার্থনা করছি। সেই সাথে দোয়া করবেন যেন আমরা সম্মিলিতভাবে কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।

পুষ্পধারার ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির) বলেন, সৈয়দ আলীনূর ভাইয়ের জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা, নির্দেশনা ও ভালোবাসায় পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড আজ শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও পরিচিতি পেয়েছে। জন্মদিনে আমি তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। সেই সাথে আমাদের সম্মিলিত প্রয়াসে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) মঈন উদ্দিন খান বলেন, জন্মদিনে একটাই চাওয়া কোম্পানির অন্যতম ব্যক্তিত্ব আলীনূর ভাই যেন দীর্ঘজীবী হন এবং সব সময় আমাদের পাশে থেকে কোম্পানির অগ্রগতিতে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন।

ডিএমডি পারভেজ মিয়া বুলু বলেন, আলীনূর ভাইয়ের দূরদর্শি জ্ঞান ও দিক নির্দেশনা পুষ্পধারাকে সমৃদ্ধ করেছে। আমি তাকে দীর্ঘদিন থেকে চিনি, এমন অমায়িক, নম্র-ভদ্র এই মানুষটি পুষ্পধারাকে আজ দেশের অন্যতম একটি আদর্শ কোম্পানিতে পরিণত করেছে।

ডিরেক্টর (পারচেজ) হাসিবুল হক মামুন বলেন, কোম্পানিতে আলীনূর ভাইয়ের মত ঠান্ডা মাথার প্রজ্ঞাময় একজনকে পেয়ে আমরা খুবই আনন্দিত। তার সুযোগ্য নির্দেশনায় কোম্পানি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

ডিরেক্টর (অপারেশন্স) কামরুল আলম রিয়াজ বলেন, আলী নূর ভাই পুষ্পধারা পরিবারের একটি বটগাছের মতো। উনার দিক নির্দেশনা মতো কাজ করে আমরা এই কোম্পানিকে বাংলাদেশের একটি ব্র্যান্ড ইমেজ হিসেবে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের জিএম আবু বকর সিদ্দিক বলেন, পৃথিবী যেমন সূর্যের আলোয় আলোকিত, তেমনি আমিও পুষ্পধারার আলোয় আলোকিত। আমাদের এমডি স্যার অনেক পরিশ্রমী মানুষ। তার এবং অন্যান্য ডিরেক্টরগণের নির্দেশনা মত কাজ করে আমরা এই কোম্পানিকে অনন্য অবস্থানে নিয়ে যাবো।

জন্মদিনে নিজের অনুভূতি ব্যক্ত করে সৈয়দ আলীনূর ইসলাম বলেন, সকলের আন্তরিক পরিশ্রমের কারণে পুষ্পধারা প্রপার্টিজ লি. হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থানে এসেছে। পুষ্পধারার ম্যানেজিং বডি, কোম্পানির স্টাফ সকলে মিলেই একটি পরিবার। পরিবারের মধ্যে যত আন্তরিকতা, সৌহার্দ্য থাকবে তত বেশি কোম্পানি এগিয়ে যাবে। পুষ্পধারার আজকের যে অর্জন তার মূল অবদান আপনাদের সকলের। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুষ্পধারার নির্বাহী পরিচালক সৈয়দ মাসুদুর রহমান, ডিরেক্টর (আইটি) জুলফিকার হাসনাত, ডিরেক্টর আতিকুর রহমান মিন্টু, লিগ্যাল অ্যাডভাইজার মাহবুব রহমান ‍রুবেল, সিএফও মোস্তাফিজুর রহমানসহ পুষ্পধারার প্রায় সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

এ সময় আলীনূর ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিশাল আকৃতির কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *