মোকতাদির চৌধুরী নৌকা প্রতীকে চতুর্থবার বিপুল ভোটে বিজয়ী

মোকতাদির চৌধুরী নৌকা প্রতীকে চতুর্থবার বিপুল ভোটে বিজয়ী

দেশজুড়ে

জানুয়ারি ১০, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

সুদীপ দেবনাথ রিমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোকতাদির চৌধুরী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মদকে মেডিসিন ও মদের ব্যবসাকে হালাল আখ্যায়িত করে দেশব্যাপী সমালোচিত স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান। তিনি কাঁচি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকতাদির চৌধুরী। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা।

আসনটিতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মোকতাদির চৌধুরী জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ছিলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট ভোটার রয়েছে ছয় লাখ ২১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সদর উপজেলায় চার লাখ ১৩ হাজার ৯৩২জন এবং বিজয়নগর উপজেলায় দুই লাখ ৭ হাজার ৬৫২ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মোকতাদির চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চান জেলার দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ ও সুশীল সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *