যে কারণে চলছে না মেট্রোরেল

জাতীয়

আগস্ট ১৭, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল আজ (শনিবার, ১৭ আগস্ট) থেকে ফের চালু হওয়ার কথা ছিল। কিন্তু কর্মচারীদের কর্মবিরতির কারণে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড মেট্রোরেল চালু করতে পারছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত ১১ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না। কারণ, কোটা সংস্কার আন্দোলনের সময় এ দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বৃহস্পতিবার (১৫ আগস্ট) মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল জানায়, ‘আগামী শনিবার থেকে মেট্রো রেল ফের চালু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় ঐদিন মেট্রোরেল চালু হচ্ছে না।’

মেট্রোরেল সূত্র জানায়, বড় কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কয়েকদিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন মেট্রোরেলের কর্মচারীরা। মূলত তাদের কর্মবিরতির কারণে মেট্রোরেল চলছে না। বর্তমানে মেট্রোরেলে কোনো কারিগরি সমস্যা নেই।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এ জটিলতা নিরসন করে কবে নাগাদ মেট্রোরেল রেল চালু করা যাবে, তা নিশ্চিত নয়। লিখিতভাবে দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় কর্মচারীরা।

এ বিষয়ে ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের জানান, কর্মচারীদের যৌক্তিক সব দাবি তারা মেনে নেবেন। এ বিষয়ে নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তবে কর্মচারীরা ডিএমটিসিএলের পর্ষদে পাস করার পর কর্মবিরতি প্রত্যাহার করতে চান।

তিনি বলেন, রোববার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আসা উপদেষ্টাকে বিষয়টি অবহিত করার চেষ্টা করবেন। আশা করছেন, একটা নির্দেশনা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *