অর্থের অভাবে শিক্ষার্থীর ঝরে পড়া রোধে অ্যালামনাই স্কলারশিপ চালুর দাবি

অর্থের অভাবে শিক্ষার্থীর ঝরে পড়া রোধে অ্যালামনাই স্কলারশিপ চালুর দাবি

শিক্ষা

অক্টোবর ১৪, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২৫ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১০টায় বিভাগটির শিক্ষক, বর্তমান ও প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে সমবেত হয়।

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে এবং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ড. শাম্মী আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং আহবায়ক হিসেবে ছিলেন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার।

এছারাও এসময় প্রক্টর অধ্যাপক ড শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, পরিবহন প্রশাসন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অর্থের অভাবে শিক্ষার্থীর ঝরে পড়া রোধে অ্যালামনাই স্কলারশিপ চালুর দাবি
২৫ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের শোভাযাত্রা

এসময় বিভাগটির প্রয়াত জীববিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল করিম ও অধ্যাপক ড. মোঃ নজিবুর রহমানসহ সকল প্রয়াত ছাত্রছাত্রীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বিভাগের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পাঁচ বছর ধরে আপনাদের আমরা এখানে গড়িয়েছি, মানুষ করিয়েছি, খাওয়াইছি। আজকে আপনারাই আমাদেরকে দিবেন এই অঙ্গীকার করেন। এখনই আপনাদের বিশ্ববিদ্যালয়ের ঋণ পরিশোধ করার সময়। এই ডিপার্টমেন্টে কোনো একজন শিক্ষার্থী অর্থের অভাবে ঝড়ে পড়ে না যায় সেই দিকটা নজরে এনে অ্যালামনাই স্কলারশিপ চালু করেন। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আপনারা টেকনোলজি স্থাপন করে যান। অ্যালামনাই ফলপ্রসূ হয় এমন কার্যকর পদক্ষেপ নেন, আমাদেরকেও পরামর্শ দেন। কী করা উচিত আর উচিত না আপনারা ভালো ধারণা রাখেন।

সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, যারা এই বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন বড় বড় পর্যায়ে কর্মরত আছেন। তাদের মাধ্যমে আমাদের বিভাগে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা যেতে পারে। তাই আজ আমরা দুইটি অনুষ্ঠানকে একত্রিত করেছি। আশাকরি আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা ও অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নতুন শিক্ষার্থীরা উৎসাহ, উদ্দীপনা নিয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একাডেমিক এবং ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বর্তমান ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে বিভাগটির আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *