চাঁদের পর সূর্য জয়ে যাচ্ছে ভারত, প্রস্তুত ‘আদিত্য-এল ১’

চাঁদের পর সূর্য জয়ে যাচ্ছে ভারত, প্রস্তুত ‘আদিত্য-এল ১’

আন্তর্জাতিক

আগস্ট ২৭, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট।।

চন্দ্রজয় করতে না করতেই সূর্য অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ভারতের এই সূর্য অভিযানে ব্যবহার করা হবে ‘আদিত্য-এল ১’ নামের একটি মহাকাশযান।

এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সূর্য নিয়ে গবেষণা চালাতে ইসরো আগামী ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করতে পারে। যানটি দূর থেকে সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর ‘সোলার করোনা’ পর্যবেক্ষণ করবে।

এছাড়া, সৌরঝড় পর্যবেক্ষণ এবং সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহে ‘আদিত্য-এল ১’ গন্তব্যে পৌঁছাবে প্রায় ১৫ লাখ কিলোমিটার ভ্রমণ করে। আর এতে সময় লাগবে ১২০ দিনের মতো। নাসা আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর ভারতই প্রথম পাড়ি দিতে চলেছে সূর্যে।

আদিত্য-এল ১ হবে ভারত থেকে সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান। ইসরো জানিয়েছে, মহাকাশযানটিকে সূর্য ও পৃথিবীর মধ্যকার একটি ‘হ্যালো’ কক্ষপথের এল-১ পয়েন্টে স্থাপন করা হবে। সংস্থাটির দাবি, এই পয়েন্ট থেকে সূর্য নিয়ে গবেষণা করা তুলনামূলক সহজ।

সংশ্লিষ্টরা বলছেন, সূর্যের অপর নাম আদিত্য হওয়ায় মহাকাশযানটির নামও ‘আদিত্য’ রাখা হয়েছে। এটিকে বহন করে মহাকাশে নিয়ে যাবে ভারতীয় রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (পিএসএলভি)।

বলা হচ্ছে, অভিযান সফল হলে সৌরঝড়ের পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাবও বুঝতে এ অভিযান সহায়ক হবে। ২০২০ সালেও সূর্যে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছিল ইসরো। কিন্তু সেসময় করোনা মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়।

এর আগে, বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদে অবতরণ করতে শুরু করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। ৬টা ৪ মিনিটে এটি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে। এখন পর্যন্ত বিশ্বের আর কোনো দেশ এ উপগ্রহের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারেনি। এর মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চন্দ্রজয়ের ইতিহাস গড়ে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *