কালবেলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইলিয়াস

দেশজুড়ে

আগস্ট ২৬, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ

দৈনিক কালবেলায় প্রকাশিত ‘দুনিয়া-আখিরাতের অফার হিলটনের’ শীর্ষক সংবাদে প্রবাসী ইলিয়াসের সম্পৃক্ততার খবরের প্রতিবাদ জানিয়েছেন তার আইনজীবি।

এডভোকেট সাহিদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কালবেলা কর্তৃপক্ষকে আলোচিত সংবাদ মুছে ফেলার জন্য বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মোহাম্মদ ইলিয়াস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ ইলিয়াস একজন মোটিভেশনাল স্পিকার। ট্যুরিস্ট গাইড হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিভিত্তিক ট্রেইনার হিসেবে তিনি কাজ করেন। ভ্রমন পিপাসুদের ধর্মীয় রীতিনীতি মেনে বিদেশ ভ্রমণের পথ দেখান, যাতে তারা ভ্রমণের সময় হারাম হালাল বেঁছে চলতে পারে। এর মাধ্যমে একজন ধর্মীয় ভ্রমণ পিপাসু দুনিয়াতেও যেভাবে শান্তি লাভ করবেন আখেরাতেও শান্তি লাভ করবেন শুধু এই বার্তাটি তিনি দিয়েছেন বলে উল্লেখ্য করা হয়।

‘এছাড়া ইলিয়াসের সাথে কোন ব্যক্তির ব্যক্তিগত লেনদেন নেই। তার মাধ্যমে প্রতারিত হয়েছে এমন কোন ব্যক্তির দাবীকৃত তথ্য সংবাদে প্রকাশিত হয়নি’ উল্লেখ করে তার মানহানি করা হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরেো বলা হয়, ইলিয়াসের সাথে কোনো ব্যক্তির ব্যক্তিগত লেনদেন নেই। তার মাধ্যমে প্রতারিত হয়েছে এমন কোনো ব্যক্তির দাবীকৃত তথ্য সংবাদে প্রকাশিত হয়নি। ‘প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও আমার মক্কেল মোহাম্মদ ইলিয়াসকে ও তার পরিবারকে ও অনিরাপত্তার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে’ উল্লেখ্য করেন, এডভোকেট সাহিদা বেগম।

তবে, হিলটন মেটা এফএক্স এর সাথে ইলিয়াসের সম্পৃক্ততা আছে কিনা প্রতিবাদ বিজ্ঞপ্তিতে সে ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *