হাতিবান্ধার ৫নং ওয়ার্ডে উপনির্বাচনে সুরুজ ইউপি সদস্য নির্বাচিত

হাতিবান্ধার ৫নং ওয়ার্ডে উপনির্বাচনে সুরুজ ইউপি সদস্য নির্বাচিত

দেশজুড়ে

মার্চ ৯, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ শনিবার ঘাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতিক নিয়ে ৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে সুরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল আমিন ফুটবল প্রতিক পেয়েছেন ২৮৪ ভোট। অপর প্রার্থী আবুল কালাম আজাদ মোরগ প্রতিক পেয়েছেন ২৬১ ভোট।

জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মমিন আলী ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সুরুজ্জামান জামান। মমিন আলী মৃত্যুবরণের পর এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন। পরে ভোট গণনা শেষে পিসাইডিং অফিসার এনামুল হক সুরুজ্জামানকে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে নেয়া হয় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।