গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা’র বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত

বিনোদন

মার্চ ৫, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

এস এইচ শাকিল

২ মার্চ শনিবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান  সেহেতু গোপালগঞ্জ জেলা সমিতি, ঢাকা কতৃর্ক আয়োজিত এই বনভোজনে  মানুষের ঢল নেমেছিল।
সকাল ৯ টায় জাতীয় সংসদ ভবন থেকে যাত্রা শুরু হয় ব্যক্তিগত বাহন ও সমিতির পরিবহন দিয়ে। শহরের কোলাহলযুক্ত পরিবেশ থেকে নিজেকে স্বস্তি দিতে সমিতির সদস্যরা পরিবার—পরিজন নিয়ে হাজির হন এই মিলনমেলায়। প্রায় ৩ হাজারের অধিক লোকের সমাগম ঘটে এ মিলনমেলায়।
গন্তব্যে পৌঁছানোর পর সকালের নাস্তা পরিবেশন করা হয়। নাস্তা শেষে ছোট বড় সকল বয়সীরা মেতে উঠেন বিভিন্ন আনন্দদায়ক ক্রীড়া প্রতিযোগিতায়। এসময় বিভিন্ন রকমের পিঠা,জিলাপি,চা,কফির ব্যবস্থা করা হয়। মধ্যাহ্নভুজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে র‌্যাফেল ড্র এ প্রথম পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় মোটর সাইকেলসহ মোট ৩২ টি পুরস্কার ছিল।
ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জবাসীর এই বিশাল মিলনমেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পাদন করার জন্য সমিতির যে সকল সদস্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধান সমন্বয়ক ও উদযাপন কমিটির আহ্বায়ক মোল্লা মোহাম্মদ আবু কাওছার, সাবেক সচিব ও সমিতির কোষাধ্যক্ষ মো. শহিদউল্লাহ খন্দকার, সমিতির সহ—সভাপতি ও বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মো. ফায়েকুজ্জামান, আলহাজ¦ আবুল কালাম আজাদ,সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী একলাচুর রহমান, মেজর মাসুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুল হক, মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল হাই মোল্লা, প্রকৌশলী জিয়াউল হাসান, মো. গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট এম কামরুজ্জামান, উদযাপন কমিটির সদস্য মো: আইয়ুব আলী, আবুল খায়ের মোল্লা, অ্যাডভোকেট শামীম আহমেদ, খালিদ বিন মনসুর, ধীরেন্দ্রনাথ বাড়ৈই প্রমুখ।
গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, কাজী ফার্মস গ্রুপ ও দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী কাজী জায়েদুল হাসান, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসি উদ্দিন, রাজউকের চেয়ারম্যান মো. আনিসুর রহমান মিঞা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, গোপালগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা এমপি বেদৌরা আহমেদ ছালাম, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান নাফিজ শারাফাত।
বার্ষিক বনভোজনে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আমিনুর রহমান, শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্য পারভীন সুলতানা, ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক অধীর কুমার দাশ, সাবেক এমপি এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, বেসিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পুলিশ সুপার এস এম মোরাদ আলী, ঢাকা মহানগর দায়রা জজ খন্দকার আসাদুজ্জামান, বৈশাখী টিভির জিএম সরদার রউফ, প্রকৌশলী শেখ সোহেল রানা, আপিল বিভাগের এডভোকেট শেখ মুসফিকুর রহমান। এছাড়াও গোপালগঞ্জ জেলার অধিবাসীদের মধ্যে প্রশাসন বিভাগ, পুলিশ বিভাগ, বিচার বিভাগ ,স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সংস্থা, অধিদপ্তর, পরিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ মিলনমেলায় অংশ গ্রহণ করেন।

শেখ কবির হোসেন বলেন,আজকের বনভোজন সফলভাবে সম্পন্ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত হয়ে আজকের বনভোজনকে সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।
সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুল হক বলেন পরবর্তী বাৎসরিক বনভোজন আপনাদের সহযোগিতায় কোনো এক   নতুন রিসোর্টে মনোরম পরিবেশে উদযাপনের প্রত্যাশা কামনা করি।
বিকেল ৫ টায় র‌্যাফেল ড্র এর বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে সমিতির প্রধান সমন্বয়ক ও উদযাপন কমিটির আহ্বায়ক মোল্লা মোহাম্মদ আবু কাওছার অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *