ঢাকা মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের ট্রাফিক ইনচার্জ মোঃ জাকির হোসেনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

দেশজুড়ে

মে ২৩, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

সোহেল রায়হান, নেছারাবাদ, পিরোজপুর।

ঢাকা দক্ষিণের ট্রাফিক অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেনের মা রাশিদা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে  ২২ মে বুধবার পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় তার নিজ বাড়ী সোহাগদল ইউনিয়নে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপজেলা ও ইউনিয়নের ধনী গরীব রাজনীতিবিদ এবং তার আত্মীয় স্বজন সহ প্রায় ৫ শত লোক অংশ গ্রহণ করে জাকির হোসেনের মা রাশিদা বেগমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

২০২০ সালে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন জাকির হোসেনের মা রাশিদা বেগম।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।তিনি ৭ ছেলে মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মায়ের মৃত্যুর পর থেকে জাকির হোসেন প্রতি বছর দোয়ার আয়োজন করেন।এ ব্যাপারে মোঃ জাকির হোসেন বলেন- আমার মায়ের মৃত্যুর সময় এলাকাবাসী কেঁদেছেন।মা জীবিত থাকা কালীন যখন যে আসতেন তাকেই দুহাত ভরে দিতেন।তাই এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা থেকে আমি প্রতিবছর এ দোয়ার আয়োজন করি।জাকির হোসেন তার মা এবং পরিবারের জন্য এলাকাবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য মোঃ জাকির হোসেন স্বরুপকাঠি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং এখনো রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সবাইকে সহযোগিতা করেন।তার বাবা খলিলুর রহমান চান মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা এবং দানবীর ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *