প্রধানমন্ত্রীর জন্মদিনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া মাহফিল

জাতীয়

সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ।

২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বোস্টন ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদা হক কণিকা ও আজীবন সদস্য আমিনা ফেরদৌস রুপালী।

জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক আল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শানুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শেখ জালাল আহমেদ, আরমান হোসেন, সদস্য আমির হোসেন, মনির হোসেন, মো. জসিম উদ্দিন, এডভোকেট শেখ শহিদুল ইসলাম, নীরা সুলতানা, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম অপূর্ব, ধানমন্ডি থানা শাখা সাধারণ সম্পাদক স্বপনসহ নগর দক্ষিণের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল ইসলাম।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর তিনি ২০০৮ সালে দ্বিতীয়বার, ২০১৪ সালে তৃতীয়বার এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *