ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম প্রতিষ্ঠা, জাটকা সংরক্ষণ ও গবেষণা অগ্রগতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশজুড়ে

মার্চ ২৭, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ

শওকত আলী হাজারী ।।

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ (১১-১৭ মার্চ) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর আয়োজনে “ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম প্রতিষ্ঠা, জাটকা সংরক্ষণ ও গবেষণা অগ্রগতি” শীর্ষক এক কর্মশালা ১৬ মার্চ ২০২৪, শনিবার ঢাকার ফার্মগেইটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাং সেলিম উদ্দিন। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. টি. এম. মোস্তফা কামাল ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. মোঃ জুলফিকার আলী।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালকবৃন্দ, ইনস্টিটিউটের বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তা, মৎস্যজীবি ও ইলিশ জেলে প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *