ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক

অক্টোবর ২, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।  এ ঘটনায় পুরো ইসরাইলজুড়ে সাইরেন বেজে উঠেছে।

আলজাজিরার খবরে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর দখলদার ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া সাইরেন শোনা যায় জেরুজালেমেও।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকেদের ‘সতর্ক থাকার এবং সেনাবাহিনীর নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করার’ আহ্বান জানিয়েছে।

এতে আরও বলা হয়, সাইরেন শোনার পর আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত স্থানে প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরাইলি বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *