সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

খেলা স্পেশাল

আগস্ট ২৮, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ

সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে অনিশ্চিত সময় পার করছেন সাকিব আল হাসান। একদিকে হত্যা মামলার খড়গ এবং তার সঙ্গে জাতীয় দল থেকে তাকে বাদ দিতে উকিল নোটিশ। তবে প্রতিকূল এই সময়ে তার পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে উকিল নোটিশের কথা শুনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে দেশের একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি সাকিব ইস্যুতে সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।’

পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও সাকিব খেলবেন জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *