৬-১৪ শতাংশ নারীরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত

৬-১৪ শতাংশ নারীরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত

স্বাস্থ্য স্লাইড

সেপ্টেম্বর ৫, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

৬-১৪ শতাংশ নারীরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পি‌সিওএস) আক্রান্ত হ‌চ্ছেন।

মঙ্গলবার দুপু‌রে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এক সে‌মি‌না‌রে চি‌কিৎসকরা এমন তথ্য তু‌লে ধ‌রেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) ”পলিসিস্টিক ওভারি সিনড্রোম টাস্কফোর্স” নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতার জন্য পি‌সিওএস সচেতনতামূলক মাস সেপ্টেম্বর উপলক্ষে এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে। সে‌মিনার‌টির লক্ষ্য হচ্ছে পি‌সিওএস রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো।

সে‌মিনা‌রে বক্তারা ব‌লেন, পি‌সিওএস প্রজননক্ষম নারী‌দের একটি হরমোনজনিত রোগ। ৬-১৪ শতাংশ নারীরা যাদের বয়স ১৪-৪৫ সাধারনত এ সমস্যায় ভুগেন। পিসিওএস নারী‌দের অন্যতম প্রধান হরমোনজনিত রোগ । এ রোগ বাংলাদেশ তথা সারা বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক নারী স্বাস্থ্যকে প্রভাবিত করে। এই রোগ সম্পর্কে সচেতনতা এবং সঠিক তথ্যের অভাব রয়েছে।

৬-১৪ শতাংশ নারীরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত

বিইএস সাধারণ সম্পাদক ডা. শাহজাদা সেলিম ব‌লেন, টাস্ক ফোর্স সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করে রো‌গের লক্ষণ, ব্যবস্থাপনা এবং মহিলাদের স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরী এবং এই রোগ থেকে সৃষ্ঠ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে আস‌ছে।

‌সে‌মিনা‌রে বিশেষজ্ঞ হিসেবে আলোচনা করেন, বিইএস সভাপতি প্রফেসর এস এম আশরাফুজ্জামান, প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক মো. হাফিজুর রহমান, অধ্যাপক মুনির রশীদ, অধ্যাপক ফিরোজ আমিন, অধ্যাপক মো. ফারুক পাঠান, ডা. তানজিনা হোসেন, অধ্যাপক ফারহানা দেওয়ান, অধ্যাপক রেজাউল করিম কাজল।

৬-১৪ শতাংশ নারীরা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত

বৈজ্ঞানিক বক্তারা ছি‌লেন, ডা. কে এম ইসতিয়াক রোহান, ডা. মো. আমিনুল ইসলাম, ডা. মো. কবির হোসেন, ডা. ইসরাত রেজওয়ানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *