৩৫তম ডিএমপি কমিশনার হলেন খন্দকার গোলাম ফারুক

দেশজুড়ে

অক্টোবর ২৩, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

মতিউর রহমান সরকার দুখু

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার গোলাম ফারুক। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তিনি বর্তমান ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের জায়গায় স্থলাভিষিক্ত হবেন। ২৯ অক্টোবর বর্তমান ডিএমপি কমিশনার অবসরে যাবেন।

নতুন কমিশনার অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১২তম বিসিএস কর্মকর্তা হিসেবে পুলিশে যোগদান করেন। তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *